সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আজ শনিবার জয়পুরহাটের পাঁচবিবিতে তিন’দিনব্যাপী উত্তরবঙ্গ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
পাঁচবিবি স্টেডিয়ামে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব সামছুল আলম দুদু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (সাবেক) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অবঃ) ড. অজয় রায়, ধরিত্রী বাংলাদেশ এর সম্পাদক অধ্যাপক ড. হারুন-আর-রশিদ,জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান,জয়পুরহাট জেলা প্রশাসক মোকাম্মেল হোসেন, পুলিশ সুপার রশীদুল হাসান, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম। অনুষ্টান উদযাপন পরিষদের আহবায়ক মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুল,সদস্য সচিব পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।