রনি অাহমেদ: কুষ্টিয়ার দৌলতপুরে রবিউল (৩৫) নামে সাজা প্রাপ্ত এক অাসামী কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এ এস অাই অাবু বক্কর সিদ্দিক সংঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকালে অভিযান চালিয়ে উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া কাচারী পাড়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত রবিউল উপজেলার মথুরাপুর ইউ,পির তারাগুনিয়া কাচারী পাড়া গ্রামের মোঃ মাওলা বক্সের ছেলে ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক অাসামী। এ ব্যপারে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ অাজগর হোসেন জানান উপজেলার তারাগুনিয়া কাচারী পাড়া এলাকা থেকে ১ বছর মেয়াদী সাজা প্রাপ্ত ১ অাসামী কে গ্রেফতার করে অাদালতে পাঠানো হয়েছে।