দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ গ্রামে প্রবীণ ডাক্তার আব্দুল আজিজের দাফন সম্পন্ন হয়েছে। গত ৮ নভেম্বর বুধবার রাতে এলাকার হোসেনাবাদ গ্রামের এ অঞ্চলের প্রথম এম.বি.বি.এস ডাক্তার আব্দুল আজিজ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী —- রাজিউ) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা তার পৈত্রিক বাড়ী ফিলিপ নগর হওয়ায় সকাল ৯ টায় ফিলিপনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়, পরে হোসেনাবাদে বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী সকাল ১০ টায় মরহুমের বাস ভবনে মরহুমকে দেখতে যান এবং শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা দেন।