দৌলতপুরে শিক্ষকদের সাথে দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

0
68
ছবি : মতবিনিময় সভা।

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন, দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরাত আলী, আল্লারদর্গা নাসির উদ্দিন বিশ্বাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেছুর রহমানসহ আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মতবিনিময় সভায় দূর্নীতি প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এরআগে দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন ও সদস্য প্রভাষক ওয়াজেদ আলীসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY