দৌলতপুরে সাজা প্রাপ্ত ১ অাসামী গ্রেফতার

0
162

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে জিয়াউল @ জিয়া (৩৫) নামে চুরি মামলার সাজা প্রাপ্ত এক অাসামী কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এ এস অাই অাবু বক্কর সিদ্দিক সংঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাত সাড়ে ৭ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের অাল্লারদর্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত জিয়াউল উপজেলার হোগলবাড়ীয়া ইউ,পির চামনাই গ্রামের মোঃলালা বক্সের ছেলে দৌলতপুর জি অার ২৪০/০৩ এর ৬ মাসের সাজা প্রাপ্ত পলাতক অাসামী।এবং দৌলতপুর থানাতে খোজ নিয়ে দেখাযাই এ এস আই অাবু বাক্কর সিদ্দিক মাদক উদ্ধারসহ বিভিন্ন অভিযানে ব্যাপক ভূমিকা রেখেছে।এব্যপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম জানান উপজেলার অাল্লারদর্গা বাজার এলাকা থেকে ৬ মাস মেয়াদী সাজা প্রাপ্ত ১ অাসামী কে গ্রেফতার করে অাদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY