রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে নজির উদ্দীন (৪৫) নামে চুরি মামলার দুই বছরের সাজা প্রাপ্ত এক অাসামী কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এ এস অাই অাবু বক্কর সিদ্দিক সংঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে ভেড়ামারা উপজেলার ক্লিক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত নজির উদ্দীর দৌলতপুর উপজেলার রেফায়াতপুর ইউ,পির লক্ষী খোলা গ্রামের মৃত অাঃঅাজিজের ছেলে টাঙ্গাইল জি অার ৯৬/১১ এর দুই বছরের সাজা প্রাপ্ত পলাতক অাসামী। এ ব্যপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম জানান ভেড়ামারা উপজেলার ক্লিক মোড় এলাকা থেকে নজির উদ্দীর নামে দুই বছর মেয়াদী সাজা প্রাপ্ত এক অাসামী কে গ্রেফতার করে অাদালতে পাঠানো হয়েছে। এবং সে দৌলতপুর, মেহেরপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন থানার মামলার গ্রেফতারী পরয়না ভুক্ত অাসামী।