রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে শিশু পুত্রকে বাঁচাতে চিকিৎসার জন্য অসহায় গ্রাম পুলিশ পিতার মানবিক সাহায্যের আবেদন দেশ-বিদেশের সর্ব শ্রেণি-পেশার মানুষের কাছে। দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আরজেত আলি মন্ডলের ছেলে শাহাবুল ইসলাম বাদশা (চকিদার) ও তার স্ত্রী সীমা খাতুন তাদের শিশু পুত্র রুবেল (১০) এর হার্টের দু’টি ভাল্ব নষ্ট হয়ে গেছে, শিশু রুবেল বুকের যন্ত্রনায় প্রায় সময় জ্ঞান হারিয়ে ফেলে,এই মূহুর্তে চিকিৎসা না পেলে যে কোন সময় মায়ের কোল শুন্য করে চিরতরে হারিয়ে যাবে, ভাল্ব দু’টি অপারেশন করে বদলাতে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার মোঃ আয়ুব আলি সর্ব শেষ বলেছেন চার লাখ টাকা খরচ হবে। এ টাকা যোগাড়ের মত সামর্থ বা সম্পদ অসহায় গ্রাম পুলিশ পিতার নাই। কয়েক বছর পূবের্ই পদ্মা নদীর ভাঙ্গনে বিলিন হয়ে গেছে জমি-জমাসহ বাড়ী-ঘর, সব হারিয়ে অন্যের জমিতে একটি ঘর করে কোন মতে গ্রাম পুলিশের চাকুরীর মাসিক ভাতা সাড়ে চার হাজার টাকায় সংসার চালায়, আত্বীয় স্বজনের কাছে ধার দেনা করে পুত্রের চিকিৎসা করে আসছে। বর্তমানে চিকিৎসা করার মত কিছুই নাই পরিবারটির, হৃদয়বান বিত্তবান মানুষের আর্থিক সাহায্য ও পরম করুনা ময়ের দয়ায় শিশুটি বেঁচে যেতে পারে। তাই শিশুটিকে বাঁচাতে দেশ-বিদেশের সর্ব শ্রেণি পেশার হৃদয়বান ব্যাক্তিদের একটু সহানুভুতি, আর্থিক সাহায্য কামনা করছে পরিবারটি। সাহায্য পাঠাবার ঠিকানাঃ শাহাবুল ইসলাম, অগ্রণী ব্যাংক, দৌলতপুর শাখা, সঞ্চয়ী হিসাব নং ০২০০০১১১৮০৮২৯। মোবাইল ও বিকাশ নং ০১৭৩৯৮৯২৪১৬।