দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে দরিদ্র এক ব্যক্তির ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে মুকাদ্দেস আলীর বাড়িতে অগ্নিকান্ড ঘটে তার ২টি বসত ঘর পুড়ে ভষ্মিভূত হয়। এতে তার প্রায় দুই লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে বলে জানাগেছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মুকাদ্দেস আলী জানান, পূর্ব শত্রুতামূলকভাবে কে বা কারা ওইদিন রাত ২টার দিকে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। আগুন ঘরে ছড়িয়ে পড়লে ঘুমন্ত পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বেরিয়ে প্রানে বাঁচলেও তার বসত ঘর ২টি চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তার সব সহায় সম্বল পুড়ে গেছে। বর্তমানে সে ও তার পরিবার খোলা আকাশের নীচে রয়েছে। এর আগেও তার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারা চেষ্টা করা হয়েছে বলে মুকাদ্দেস আলী জানিয়েছেন।