দৌলতপুরে স্বামীর অর্থ হাতিয়ে নিয়ে স্ত্রী উধাও

0
155

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর মিস্ত্রী পাড়া গ্রামের,আলফু কশায়ের স্ত্রী শিউলি আক্তার স্বামীর টাকা পয়সা ও স্বর্ণের অলংকার হাতিয়ে নিয়ে পালিয়েছে বলে জানাগেছে। আলফু ইসলাম জানান আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে প্রায় সাত মাস আগে শিউলিকে বিয়ে করি, সে ভাল ভাবে সংসার করে আসছিল, আগের স্ত্রী দুটি সন্তান রেখে মারা গেছেন। শিউলি যাতে আমার সন্তানদের ভাল রাখে তার জন্য আমি শিউলিকে একটু বেশি ভাল বাসতাম হঠাৎ মঙ্গলবার ভোরে আমি বাজারে বেরিয়ে গেলে বাড়ী থেকে জানতে পারি শিউলিকে পাওয়া যাচ্ছেনা অনেক খোজা খুজি করে কোথাও পাওয়া যায়নি। সে আমার ঘর থেকে ২৩ হাজার টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে গেছে । এ বিষয়ে উক্ত এলাকার মহিলা মেম্বার আশরাফোন নেছা জানান আমার জানা মতে তাদের সংসারে কোন অভাব বা অনটন ছিলনা। এ বিষয়ে প্রতিবেশী সরিফুলের স্ত্রী সুকেলা জানান শিউলি প্রায় সময় ফোনে কথা বলতো বিয়ে হয়ে আসার পর থেকে, তবে মা হারা সন্তানদের ভাল রাখতে সংসারে কোন অভাব রাকতোনা আলফু আদরের সুযোগে এমন করলো শিউলি। এ বিষয়ে আলফু জানান আমার টাকা পয়সা ও স্বর্ণ ফেরত চাই, আলফু বাদী হয়ে দৌলতপুর থানাতে একটি অভিযোগ করেছে বলে জানান।

 

LEAVE A REPLY