নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অনুষ্ঠিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলনে গত ২৫ নভেম্বর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার একজন বিশিষ্ট সমাজ সেবক, কুষ্টিয়া দৌলতপুর উপাজেলার প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম হালসানা সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় স্বাধীন সংবাদ শান্তি স্বর্ণপদক’১৭ প্রদান করেন সুপ্রীম কোর্টের বিচারপতি জয়নুল আবেদীন, দৈনিক রূপবানী সম্পাদক ফারুক আহমেদ ও বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি (বিএইচআরপিএস) চেয়ারম্যান, স্বাধীন সংবাদ সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ। প্রাপ্ত স্বর্ণপদকটি গতকাল বেলা ১২টায় জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী কুষ্টিয়া প্রেস ক্লাব সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রধান অতিথি হয়ে আনুষ্ঠানিক ভাবে বিশিষ্ট সমাজ সেবক মোঃ শহিদুল ইসলামকে প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দিনের খবর পত্রিকার সম্পাদক ফেরদৌস রিয়াজ জিল্লু, ইনডেপিডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, স্বাধীন সংবাদ জেলা প্রতিনিধি ও বিএইচআরপিএস কুষ্টিয়ার সভাপতি তৌফিক তপন, বিএইচআরপিএস সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, বিএইচআরপিএস কুষ্টিয়ার সহ-সভাপতি মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নাব্বির নাফিজ খান, সুমন শেখ, সুমন মাহমুদ, এস এম সরোয়ার পারভেজ, তামিম প্রমুখ।