কুমারখালী বিরিকয়া শহীদ লিপু মহিলা হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

0
52
কুমারখালী(কুষ্টিয়া)প্রতিনিধি: কু্ষ্টিয়া কুমারখালী বিরিকয়া শহীদ লিপু মহিলা হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন করেন-জাহিদ হোসেন জাফর।
শনিবার সকাল ১০ টায় হাজি ড. মোহাম্মদ ইজ্জত আলী এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক এবং যুদ্ধাকালীন জেলা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহিদ হোসেন জাফর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  কুমারখালী এম এন স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন,  দীনি প্রতিষ্ঠান পরিচালনা করা দুনিয়া ও আখেরাতে দুই সফলকাম হওয়া যায়। আমাদের কন্যা সন্তান কে কোরআনের হাফেজ বানাতে পারলে একদিকে কোরআন সংরক্ষণ হবে অপরদিকে হাফেজার সন্তান ও দীনদার হবে বলে মন্তব্য করেন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের দীনদার কোরআন প্রেমিক আলেম ও মুছোল্লিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে  এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY