চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান ॥ পাঁচ মাদক ব্যবসায়ী আটক ॥ গাঁজা প্যাথেডিন ও বাংলা মদ উদ্ধার

0
517
ডিবি পুলিশের মাঝে আটককৃতরা

নিজস্ব প্রতিবেদক ॥ চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ চুয়াডাঙ্গা পৌর শহরসহ জীবননগর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার ভিন্ন ভিন্ন সময়ে এদেরকে আটক করা হয়। আটককৃত পাঁচ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৭ এ্যাম্পুল প্যাথেডিন, ১শো গ্রাম গাঁজা ও ২০ লিটার বাংলা মদ উদধার করা হয়। পরে আটককৃত এসকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশসুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পৌনে ৬টার সময় ডিবি এস আই আশরাফুল ইসলাম ও এ এস আই রজিবুল রাজ সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর বাস স্ট্যান্ড দৌলতগঞ্জ রোডে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে জীবননগর কাটাপোল গ্রামের মতিয়ারের ছেলে জনি (২২) ও একই এলাকার মৃত আমিনুলের ছেলে সোহেল রানাকে (২৩) আটক করে। এ সময় আটককৃতদের হাতে থাকা দুটি বাজারের ব্যাগের মধ্যে প্লাস্টিকের কন্টিনারে ২০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীদের রিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টার সময় ডিবি এস আই জগদীশ চন্দ্র বসু সঙ্গীয় ফোর্স নিয়ে একাডেমি মোড় কানা পুকুরের সামনে জৈনক আনছার আলীর স’মিলের সামনে অভিযান চালায়। অভিযানকালে পৌর কলেজ পড়ার নূর বক্স মন্ডলের ছেলে সাইফুল ইসলামকে (৩৫) আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ৭ এ্যাম্পুল প্যাথেডিন উদ্ধার করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ী সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। অপরদিকে এস আই মুহিতুর রহমান রাত ৮টার পর চুয়াডাঙ্গা পৌর শহরের রেল পড়ায় জৈনক চাঁন্দ আলীর বাঁশ বাগানে অভিযান চালিয়ে ১শো গ্রাম গাঁজাসহ দু মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত দু মাদক ব্যবসায়ী হলো একই এলাকার মৃত আব্দুর রবের ছেলে ইমন (৩২) ও সাহাবুদ্দিনের ছেলে কুতুব (২৮)। পরে এসকল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সরদ থানা হেফাজতে সোপর্দ করা হয়।

LEAVE A REPLY