কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসায় আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় কর্তৃক খোকসা থানাএলাকায় অভিযান পরিচালনা করে থানাপাড়ার কুখ্যাত হেরোইন ব্যবসায়ী শিউলী খাতুন (৩৮) কে তার বসতঘর থেকে ১০(দশ)গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। তার সহযোগী ও হেরোইন ব্যবসার মূল হোতা মো:কামাল হোসেন পলাতক অাছে।অাসামীদ্বয়ের বিরুদ্ধে খোকসা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।খোকসা থানার মামলা নং-০২,তাং-১১/১২/১৭ ইং।