মিজানুর রহমান নয়ন,কুমারখালী(কুষ্টিয়া)প্রতিনিধি: ডিসেম্বর আসলেই বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষের মনে জেগে ওঠে মহান বিজয় দিবসের আনন্দ উৎসব। এই উৎসব যেন বাঙালীর জাতীয় জীবনের এক প্রাণের উৎসবে পরিনিত হয়ে ওঠে।মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ব্যবসা প্রতিষ্ঠান,অফিস-আদালত সহ মুদি দোকানী পর্যন্ত বাংলাদেশের লাল সবুজের জাতীয় পত্রিকা সংগ্রহে ব্যস্ত হয়ে উঠে।এই ব্যস্ততা কে পুঁজি করে বাংলাদেশের সকল শহর,জেলা শহর,উপজেলা শহর সহ এমনকি গ্রাম গঞ্জে দেখা মেলা ভ্রাম্যমান পতাকা বিক্রয়ের হকার।
সোমবার বিকালে কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবয়রা জয়বাংলা বাজারে এমন একজন হকারের দেখা মেলে।
দেখা যায় একটা বাঁশের খুঁটির সাথে বাঁধা কয়েকটি লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা,হাতে ছোট ছোট লাল সবুজের পতাকা সংবলিত ব্যানার ও ফ্রশটুন বিক্রয় করতে। ক্রেতাদের সাড়াও বেশ ভাল।
পতাকা বিক্রেতার সাথে কথা বলে জানা যায়,তার নাম পরেশ খলিফা,বাড়ি ফরিদপুর জেলায়।সে পেশায় একজন মুদি দোকানি হলেও বিজয়ের মাস আসলেই পতাকা নিয়ে বেড়িয়ে পরে রাস্তায় রাস্তায়। বিকিনিকি ভাল হওয়াই অল্প পুঁজিতে অধিক লাভবান হওয়ায় এটা একটা জনপ্রিয় ব্যবসা বলে মনে করেন এই হকার।
তিনি বলেন প্রতিদিনে ২-৩ হাজার টাকার পতাকা বিক্রি হয়,এতে লাভও বেশ ভালই।তিনি বলেন প্রতি বিজয়ের মাসে ২০-২৫ হাজার টাকার ব্যবসা করি।তিনি বলেন এবার কুষ্টিয়া জেলায় পান্না,মজিবর,শওকত,জহরুল,আমি সহ সাত জন পথে পথে ভ্রাম্যমান ভাবে পতাকা বিক্রয়ের কাজ করছি।তিনি আরো বলেন শুধু বিজয়ের মাস নয়,আন্তর্জাতিক মাতৃভাষা সহ বিভিন্ন দিবসে আমরা এই কাজ করে থাক।