নিজস্ব প্রতিবেদক:কুষ্টিয়ায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে জেলা ছাত্রলীগের র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় র্যলীটি কুষ্টিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মিলপাড়া হয়ে মজমপুর বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি ইয়াছির আরাফাত তুষার, সিনিয়র সহ-সভাপতি আরশেদ আলী, সাধারন সম্পাদক সাদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক রেদওয়ান রনি, ১নং সহ-সম্পাদক ইমরান হাসান পাপ্পু ও সুমন মাহমুদ, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আনিছুর রহমান, যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদনী ও সজীব হোসেন সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আল লিমন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ রহমান, যুগ্ম-আহবায়ক তারিক আজিজ ও যুগ্ম-আহবায়ক তামিম মুনছুর, পলিটেক ইন্সটিউট ছাত্রলীগের সভাপতি মাসুম মিয়া, সাধারন সম্পাদক এস আই দিপু প্রমুখ। এছাড়াও কুষ্টিয়া বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীর পেশার জনগণ উপস্থিত ছিলেন।