নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া চৌরহাস ফুলতলা এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে অাটক করেছে ডিবি পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অাজ (১৬/১২/২০১৭ইং) রাত সারে ৯টার দিকে ডিবি পুলিশের এসআই ফারুক,এএসঅাই অানোয়ার ও এএসআই মামুন অভিযান চালিয়ে ফারুক হোসেন (৩৫) কে ৫০পিচ ইয়াবাসহ হাতে নাতে অাটক করে। অাটককৃত ফারুক হোসেন চৌরহাস ফুলত এলাকার মৃত সোবাহানের ছেলে। ফারুকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এসঅাই ফারুক বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের করেন।