দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুরে তেকালা গ্রামে “মানব কল্যাণের জন্য ভালোবাসা ফাউন্ডেশন” এর উদ্যোগে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে। গতকাল ১৮ ডিসেম্বর সোমবার দুপুর ২ টার দিকে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেকালা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম আসাদ, বিশেষ অতিথি ছিলেন ১১নং আদাবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লিপটন হোসেন তোতা ও সেভ দ্যা চিলন্ডেন কজিপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মো আব্দুল হাদি। উপস্থিত ছিলেন “একটু পাশে দাঁডায় ফাউন্ডশনে”র সভাপতি মোঃ মোস্তাফিজু রহমান সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবী হাজী মোঃ মসলেম উদ্দিন মাষ্টার। বক্তব্য রাখেন মানব কল্যানের জন্য ভালবাসার ফাউন্ডেশনের মহা পরিচালক মোঃ আফিরুল ইসলাম। জানাগেছে মানব কল্যাণের জন্য ভালবাসা ফাউন্ডেশন অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং গরিব দুঃখী মানুষের সেবা করে আসছে।