দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে রিপোর্টাস ক্লাবে দৈনিক সময়ের কাগজ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার দৌলতপুর রিপোর্টাস ক্লাবে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজ পত্রিকার ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সন্ধ্যা ৭ টার সময় দৌলতপুর রিপোর্টাস ক্লাবের অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার ও রিপোর্টাস ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামারুল হাসান, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন, সম্প্রচার সাংবাদিক তাসরিক সঞ্চয়। সঞ্চালনায় ছিলেন সময়ের কাগজের স্টাফ রিপোর্টার ও রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক রনি আহম্মেদ, উপস্থিত ছিলেন দৈনিক শিকল পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর রিপোর্টাস ক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন), ৭১ বাংলা টিভি ও দৈনিক মাটির পৃথিবী পত্রিকার দৌলতপুর প্রতিনিধি এবং রিপোর্টাস ক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক আছানুল হক, দৈনিক জন মতামত পত্রিকার প্রতিনিধি ও রিপোর্টাস ক্লাবের অর্থ সম্পাদক সোহানুর রহমান শিপন, দৌলতপুর কলেজ ছাত্রলীগের নেতা মশিউর রহমান নয়ন, সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও প্রশাসনের সদস্য বৃন্দ।