কবিতাঃ স্বাধীন বাংলা – রচনাঃ Nill SmS

0
24

কবিতাঃ স্বাধীন বাংলা—-রচনাঃ Nill SmS 

 

থাকতে চাইনিত ওরা কোন দিন পরাধীন,
রক্ত দিয়ে তাইত ওরা করেছে স্বাধীন।
রক্ষা করতে জানে ওরা বাংলার স্বাধীনতা,
শত মা তার সম্ভ্রম দিয়ে গড়েছে স্বাধীন বাংলা।
জাতির জনক বঙ্গবন্ধু গড়েছে ঘরে দূর্গ,
কাহার অাছে বুকের পাটা করে দেই সেতা খর্ব।
অস্ত্র হাতে দামাল ছেলেরা, যুদ্ধ করেছে দেশের টানে।
৯ মাস যুদ্ধ শেষে জয়ের পতাকা উড়াই অাকাশে।
কত মা তার মানিক রতন হারিয়ে যুদ্ধে,
সম্ভ্রম টুকুও হারিয়েছে রক্ষা পাইনি সে।
এক সাগর রক্ত অার শত মা বোনের অাত্নত্যাগের বিনিময়ে,
পত পত শব্দে জয়ের পতাকা অাজ অাকাশে ওড়ে।
অাজ গৌরবে সে বাংলা ৪৭ করেছে পথযাত্রা,
পরাধীনতার নাগপাশ ছিড়ে গড়েছে ওরা স্বাধীন বাংলা।

LEAVE A REPLY