দৌলতপুরে কৃষকের তামাক গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

0
613

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জয়ভোগা গ্রামে কৃষক শুভরাজের এক বিঘা জমির উঠতি তামাক গাছ রাতের অন্ধকারে পূর্ব শত্রুতার জের ধরে কেটে দিয়েছে দূর্বৃত্তরা। জানাগেছে গত বৃহস্পতিবার সকালে কৃষক এলাকার জয়ভোগা গ্রামের মৃত রহমত আলির ছেলে শুভরাজ জমিতে গিয়ে দেখে তার তামাক ক্ষেতের সমস্ত তামাক গাছ পূর্ব শত্রুতার জের ধরে কেবাকারা রাতের অন্ধকারে কেটে দিয়েছে, এলাকাবাসী সুষ্ঠ তদন্ত করে এ অপকর্মের বিচার দাবী করেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY