উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় এক পথচারি যুবকের মর্মান্তিক মৃত্যু

0
50

মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় এক পথচারি যুবকের মর্মান্তিক মৃত্যু। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌরসভার নারিকেল বাড়ী নামক এলাকায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালের দিকে বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় মশিউর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ‘মশিউর’ উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা নামক এলাকার আবু বক্করের ছেলে।

জানা যায়,মশিউর নারিকেল বাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের জামাতা। সকালে সে ঐ এলাকার দোকান থেকে চা খেয়ে ফেরার পথে বালু ভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস কে আব্দুল্লাহ আল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY