মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ চিলমারীতে ট্রাকটরের ধাক্কায় ২ শিক্ষার্থী আহত।কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালের দিকে উপজেলার টিএনটি রোড় এলাকায় ট্রাকটরের ধাক্কায় ‘বিষ্ময়’ ও সাকিবুল হাসান নামের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে সাকিবুল গুরুতর আহত হলে তাকে রংপুর হাসপাতালে প্রেরণ করে।
জানা যায়,মোটরসাইকেল যোগে ঐ দুই শিক্ষার্থী প্রাইভেট পড়ে ফেরার পথে টিএনটি রোড় এলাকায় আসলে সে সময় একটি ট্রাকটর ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন।
আহত ‘বিষ্ময়’ উপজেলার টিএনটি এলাকার স্বপণ কুমারের পুত্র। এবং সাকিবুল বালাবাড়ি হাট ভাষার পাড়া এলাকার আতাউর রহমানের পুত্র।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন- ট্রাকটর ও মটর সাইকেল আমাদের হেফাজতে আছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।