নিজস্ব প্রতিবেদক ॥ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের জেলা কুষ্টিয়া থেকে প্রগতিশীল তরুন সংবাদকর্মী নিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে দৈনিক সময়ের দিগন্ত। গতকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেটে চাইনিজ রেষ্টুরেন্ট অডিটোরিয়া আনন্দঘন পরিবেশে পত্রিকাটির বর্ষপূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পন উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম মেহেদী হাসান পিপিএম, বিপিএম-সেবা। দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার প্রধান উপদেষ্টা ও দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম হালসানা, কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক জামিল হাসান খান খোকন, টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন কুষ্টিয়ার সাধারন সম্পাদক এস. এম রাশেদ, কুষ্টিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কুষ্টিয়া সদর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মাহমুদ হাসান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ আহম্মেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফেরদৌস রিয়াজ জিল্লু, দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসিবুর রহমান রিজু, আরটিভির কুষ্টিয়া প্রতিনিধি শেখ হাসান বেলাল, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিয়ান ইয়াসমিন শ্যামলী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ, সাপ্তাহিক প্রভাষন পত্রিকার সম্পাদক পলাশ মৃধা, দৈনিক কুষ্টিয়া প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক জনমতামত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম চঞ্চল, দৈনিক লালনভূমি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক ঢাকার ডাক পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ইমরান হাসান পাপ্পু, কুষ্টিয়া নিউজের সম্পাদক মাহাতাব উদ্দীন লালন, অলটাইম নিউজ২৪.কম এর সম্পাদক শাওন, নিউজ ২৪ লাইভ ডট নিউজ এর সম্পাদক এস.এম. সরোয়ার পারভেজ, আজকালের খবর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এস এম জামাল, দৈনিক সত্যখবর পত্রিকার ষ্টাফ রিপোর্টার শাহরিয়ার ইমন রুবেল সহ কুষ্টিয়ার বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার ক্যামেরা ম্যানসহ অনেকেই উপস্থিত ছিলেন। সাংবাদিক তৌফিক তপনের পরিচালনায় কুষ্টিয়ার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেনী পেশার জনগন উপস্থিত ছিলেন। পত্রিকার বর্ষপূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষে প্রধান অতিথি কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, গণমাধ্যম মানবতার সর্বোচ্চ কল্যাণে আদর্শ সমাজ বিনির্মাণে রাখবে উজ্জ্বল প্রতিভা বিকাশে সোনালী স্বাক্ষর। সুপরিকল্পিতভাবে একদল অকুতোভয়, নির্ভীক, কৌতূহলী, শক্তিশালী, বিশ্বস্ত, ধৈর্যশীল ও নিরপেক্ষ সংবাদকর্মীর বিকল্প নেই। সমাজের জাগ্রত বিবেক হিসেবে তাদের নৈতিকতা ও আদর্শিক দক্ষতা প্রদর্শন করে মানব সমাজ ও দেশের উন্নয়নে অব্যাহত ভুমিকা রাখবে। এছাড়াও সংবাদপত্রের গুরুত্ব তুলে ধরে তিনি সমাজ ও দেশের উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলে মানুষের মাঝে সঠিক তথ্য তুলে ধরে সুষ্ঠু জাতি গঠনের আহ্বান জানান। এ সময় তিনি মানুষের কল্যানে পুলিশ ও সংবাদপত্রের কার্যক্রম তুলে ধরে বলেন, আমরা আইন নিয়ে কাজ করি, সাংবাদিকরা কলম নিয়ে, উভয়ের কাজই মানুষের কল্যাণ।
দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষে শহরের হাসপাড়াল মোড়, এন এস রোডের বঙ্গবন্ধু সুপার মার্কেট এলাকায় পত্রিকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যমে দিনব্যাপী এক আনন্দঘর পরিবেশের সৃষ্টি হয়।