কুষ্টিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় সেরা ওয়েব পোর্টাল ক্যাটাগরিতে পুরস্কার পেলেন কুমারখালীরইউএনও

0
22

এস এম জামাল, কুষ্টিয়া : কুষ্টিয়ায় চলমান তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় সেরা ওয়েব পোর্টাল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ দপ্তরের পুরস্কার পেলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

শনিবার বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহীনুজ্জামান এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক মো. জহির রায়হান।

জেলা প্রশাসনের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সরকরী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনজুর কাদির, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সনাকের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম টুকু।

LEAVE A REPLY