কালাই(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১২ই ফেব্রুয়ারী সোমবার সকাল ১০.০০ ঘটিকায় ময়মনসিংহ জাতীয প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর আয়োজনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সচেতনতা সৃষ্টি বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়াম্যান মিনফুজুর রহমান মিলন। এরপর জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আতাউর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা সহকারী অফিসার শ্রী যতন কুমার দেবনাথের সঞ্চালনায় “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সচেতনতা সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়। অত্র কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার ইতিয়ারা পারভীন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)এর (উপ-সচিব) পরিচালক জনাব আবু ইউসুফ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফাজ উদ্দিন, ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর উধ্বর্তন বিশেষজ্ঞ সুলতান আহমেদ, ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ)এর বিশেষজ্ঞ জহুরুল হক, জয়পুরহাট জেলা পিটিআই অফিস সুপারিনটেনডেন্ট রেজাউল হক,। উপরোল্লিখিত কর্মশালায় ১ম ব্যাচ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ২২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কুল পরিচালনা কমিটির সভাপতিগণ ও সাংবাদিকবৃন্দ।