এস.এম. জামাল : শিশুর ইচ্ছা-অনিচ্ছার প্রতি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে কুষ্টিয়ার এনডিসি শরীফ উল্যাহ বলেছেন, ‘শিশুদের ওপর কোনও কিছু চাপিয়ে দিলে তাদের মেধা বিকাশের পথ বাধাগ্রস্ত হবে।’
শুক্রবার বিকালে কুষ্টিয়া পৌরসভা চত্বরে আলিফ আর্ট স্কুলের উদ্যোগে ও কুষ্টিয়া সাইন্স সোসাইটির সহযোগীতায় শিশু কিশোরদের নিয়ে আর্ট ফেষ্টিবল ২০১৮ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি চর্চার দেশ। সুযোগ পেলে এ দেশের শিশুরা অনেক বড় শিল্পী হয়ে দেশ-বিদেশে প্রশংসিত হবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে।’
আলিফ আর্ট স্কুল ও গ্রীণ লীফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি নুর আলম ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পৌরসভার প্যানেল মেয়র সাইফ-উল-হক মুরাদ ও কুষ্টিয়া সাইন্স সোসাইটির সভাপতি শাহরিয়াজ্জামান ধ্রæব।
দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় রিপোর্টিং, চিত্রাঙ্কন, উপস্থিত কুইজ, সুন্দর হাতের লেখা, মুক্ত চিঠি ও দেয়াল পত্রিকা প্রদর্শণ, হাতেখড়ি, মস্তবর্ণ, তথ্য চিত্র প্রদর্শণ, ছবি আকার ক্যনভার্স, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক শিশু শিক্ষার্থীরা অংশ নেয়।
সভাপতির বক্তব্যে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপদযাপন উপলক্ষে আমরা শিশুদের নিয়ে আর্ট ফেস্টিবলের আয়োজন করেছি। এসব অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে শিশুদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকশিত হবে।
পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় কুষ্টিয়া সাইন্স সোসাইটির সহ-সভাপতি নয়ন আহমেদ, সাধারন-সম্পাদক সাদত হাসান জেসান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সামির, তথ্য বিষয়ক সম্পাদক সানজিদ পারভেজ সঞ্চয়সহ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।