মিরপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মকসেদ মন্ডলের ইন্তেকাল

0
19

এস.এম.জামালঃ মিরপুরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মকসেদ মন্ডল ইন্তেকাল করেছেন।

শুক্রবার ভোর সাড়ে সময় অসুস্থ জনিত কারণে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বৎসর।

মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যা ও স্ত্রীসহ অশংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ’র নেতৃত্বে দুপুর ১টার দিকে নিজ বাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামসহ মিরপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY