দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাত এক মানষিক প্রতিবন্ধী ব্যক্তির (৫০) লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানার পার্শ্ববর্তী খানপাড়া এলাকা থেকে ওই প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৪-৫ দিন ধরে ওই মানষিক প্রতিবন্ধী ব্যক্তি খানপাড়া এলাকায় অবস্থান করছিল। হঠাৎ করে গতকাল সকালে তার লাশ খানপাড়ার একটি বাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন। নিহতের শরীরে আঘাতে চিহ্ন না পাওয়া গেলেও সে অসুস্থ ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিবন্ধীর লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেন জানান, অসুস্থতার কারনে সে মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে লাশের ময়নাতদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে।