দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামে এক বাগানের মধ্যে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জানাগেছে ১৮ ফেব্রুয়ারী শনিবার সকালে শালিমপুর গ্রাম এলাকার লোকজন আফাজ উদ্দীন আহাম্মেদের বাগানের মধ্যে একটি গলা কাটা লাশ দেখতে পেলে দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনা স্থলে এসে লাশের সুরতহাল রেকড করে এবং মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী জানাই লাশটি শালিমপুর গ্রামের ফরেশ অরূফে ফরশ এর জামাই, সে মেয়ে মাসুরা (২৫) কে দ্বিতীয় বিবাহ করে ঘর জামাই থাকতো। ফরশের বাড়ীতে রক্তের দাগ ও আলামত দেখে পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে পারিবারিক কোলহের জের ধরে তাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করে লাশ বাগানে ফেলে রাখা হয়েছে,এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহ নিহতের দ্বিতীয় স্ত্রী মাসুরাকে হত্যায় ব্যবহিত রক্তমাখা ছুরা ও হাতুরী সহ আটক করেছে। এ ব্যাপারে ওসি (তদন্তে) জানান,পারিবাবির কলহ ও পরকীয়ার কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। নিহত কুদরত এ উপজেলার খলিসাকুন্ডি এলাকার পরেশ মন্ডলের ছেলে।