দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের টেডিয়ায় গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহম্মদ আলির দাফন পারিবারিক গোরস্থানে সম্পন্ন হয়েছে। জানাগেছে ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ৩টায় টেডিয়ায় স্কুলমাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়, দৌলতপুর সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল চৌকশ পুলিশ মরহুমের গার্ড অব অর্নার প্রদান করেন, জানাজা নামাজে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী, মুক্তিযোদ্ধা কমান্ডর আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও কামাল হোসেন দবির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মানিক ঘোষ, আঃ ছোবান, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দীন মাষ্টার ও খন্দকার আব্দুল্লা হেল বাঁকী সহ এলাকার সর্ব শ্রেণির হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। টেডিয়ায় গ্রামের মৃত আলহাজ্ব শুকুর আলির ছেলে মহম্মদ আলি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা আনাম মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেন, মৃত্যু কালে বয়স হয়ে ছিল ৬৫ বছর, স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন।