এস আই সাইফুল ইসলাম এর বিশেষ অভিযানে দৌলতপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0
196
দৌলতপুর প্রতিবেদক: কুষ্টিয়া দৌলতপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ছোটন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
আটককৃত ছোটন প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি বাজারপাড়া গ্রামের মোঃ জয়নাল মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান সোমবার সকাল ৬টা ৩০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইফুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাগোয়ান গ্রামস্থ ডঃ ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের সামনে প্রাগপুর টু ভেড়ামারা যাওয়ার পাকা রাস্তা থেকে তার দেহ তল্লাশি করে হাতে সাদা প্লাস্টিক ব্যগের মধ্যে পোটলা করা ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি শাহ্ দারা খাঁন পি.পি.এম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোটনকে আটক করা হয়। ছোটনের নামে মাদকদ্রব্য আইন ১৯৯০ এর ১৯ (১) টেবিলে ৭ (ক) ধারায় মামলা হয়। যাহার নং ৩৪ তাং ২৬/০২/১৮।

LEAVE A REPLY