সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট) থেকেঃ জয়পুরহাটের পাঁচবিবিতে গতকাল বৃহস্পতিবার বিকালে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করা হয়। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর মন্ডল,পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদল সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রধান,থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট ও দৌলতুন নাহার দোলনসহ বিএনপি,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদলও যুবদলের বিভিন্ন স্তরের নেতা কর্মী।