চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আকুন্দবাড়ীয়ার শাহাজান আটক

0
63

সোহেল রানা ডালিম: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবাসহ আকুন্দবাড়িয়ার শাহাজানকে (৪০) আটক করেন। গতকাল রোববার সকাল ৮ টার দিকে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তর। এসময় তার বালিশের নিচ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে প্রেরণ করা হয়।
মাদকদ্রব্য অফিস সুত্রে জানা যায়, গোপন সংবাদরে ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিপ্তরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম এর নেতৃত্বে পরিদর্শক আবুল হাসেম, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীও ফোর্সের সহায়তায় গতকাল সকালে আকুন্দবাড়িয়া মাঝের পাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মুক্তিযোদ্ধা মৃত আব্দুল কাদেরের ছেলে শাহাজানকে তার বসত বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় আটক করা হয়। আটকের সময় তার বালিশের নিচ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আটক একটি পত্রিকার ক্রাইম রিপোর্টার বলে পরিচয় দেন। একই সাথে বিভিন্ন উপর মহলে দৌড়ঝাপ শুরু করে। পরে আটককৃত আসামীকে মাদকদ্রব্য অধিদপ্তর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে।

LEAVE A REPLY