নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক মহিলাসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় কমপক্ষে আরো ১০ জন যাত্রী আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া ঝিনাইদাহ মহাসড়কের লক্ষিপুর নামক স্থানে।
ইবি থানা পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে গাড়াগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এ দূর্ঘটনায় কমপক্ষে ১০জন।
এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে পৌছে ৩ জনকে মৃত অবস্থায় পেয়ে তাদের ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেই। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে সংবাদ পেয়েছি। আমি এখনও দূর্ঘটনাস্থলেই আছি। এদিকে এস বি বাসের ড্রাইভার ও হেলপার পালিয়েছেন। আহতরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।