রনি আহমেদ,দৌলতপুর থেকেঃ কুষ্টিয়া দৌলতপুরে রিফাইতপুর ইউনিয়ন পরিষদ থেকে একটা তাজা শক্তিশালী হাত বোমা ও একটি বিষ্ফোরিত বোমা
উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানান রিফাইতপুর ইউনিয়ন পরিষদ হাতবোমা পড়ে অাছে বলে রিফাইতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইমলাম থানাতে সংবাদ দিলে দৌলতপুর থানার এস অাই খসরু অালম সঙ্গীয় ফোর্স নিয়ে
সোমবার দুপুর ১১ টার সময় রিফাইতপুর ইউনিয়ন পরিষদ থেকে বোমা দুটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।এব্যাপারে চেয়ারম্যান জামিরুল ইসলাম (বাবু)সহ এলাকাবাসী জানান গত ৪ তারিখ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হামলার ঘটনার তদন্তের দিন ছিল এই তদন্তের বিঘ্ন ঘটানোর জন্য এই ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে বলে তারা জানান।