কুষ্টিয়ায় “ত্রিমোহনীয় শিক্ষাতরীর” আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

0
94

রাশেদ চৌধুরী ঃ “বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মার্যাদা ও নানা কর্মসুচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ত্রিমোহনীয় শিক্ষাতরী এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিমোহনীয় শিক্ষাতরীর সভাপতি মুরছালিন সনি ও সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী উপস্থিত ছিলেন ত্রিমোহনীয় শিক্ষাতরীর সকল মাঝিবৃন্দ [সদস্যবৃন্দ]। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ অবদানের কথা তুলে ধরেছেন বক্তারা।

LEAVE A REPLY