কুমারখালীতে গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে ক্যানালে ॥ মর্মান্তিক আহত ১

0
105
মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া) থেকে: ভাঙা-চুরা ফিটনেসবিহীন গাড়ী,অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক সহ নানা অনিয়ম নিয়ে কুষ্টিয়া কুমারখালী উপজেলার শহর ও গ্রামাঞ্চলের সড়ক গুলোতে প্রতিনিয়ত চলাচল করছে লাটাহাম্বা,নছিমন,করিমন,আলগামন সহ প্রভূতি ইঞ্জিলচালিত অবৈধ  যানবহন।এসমস্ত যানবহনের নেই হার্ড ব্রেক,থাকে না কোন নির্দিষ্ট গতিসীমা।তবুও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নিয়ম-শৃঙ্খলা অমান্য করে অবাধে চলাচল করছে এই সমস্ত অবৈধ যানবহন গুলো।এই জন্য প্রতিনিয়ত বেঁড়ে চলেছে সড়ক দুর্ঘটনা,অকালেই ঝড়ে পড়ছে অসংখ্য কাঁচা প্রাণ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া টু মাগুরা সড়কস্থ জিকে ক্যানালে কুমারখালী উপজেলাধীন যদুবয়রা জয়বাংলা বাজার ও চাঁদুপর বাজরের মাঝামাঝি জায়গাই একটি মাটি টানা লাটাহাম্বা গাড়ী নিয়ন্ত্রন হাড়িয়ে ক্যানালে গড়ে যায়।এসময় ক্যানালের পাড়ে থাকা প্রায় ৪ লক্ষ টাকার দুইটি মহিষ ও মহিষের মালিক মোঃ মকসেদ শেখ(৫৫) মর্মান্তিক আহত হয়।
মহিষের মালিক ও আহত মকসেদ যদুবয়রা ইউনিয়নের চাঁদুপর গ্রামের রমজান শেখের পুত্র ও অদক্ষ লাটাহাম্বার গাড়ি চালক একই ইউনিয়নের কেশবপুর গ্রামের মোঃ জলিলের পুত্র মোঃ ইমন(২০)।
সরেজমিন গিয়ে উপস্থিত জনতার সাথে কথা বলে জানা যায়, প্রায় ৪ লক্ষ টাকার দুইটি মহিষ গাছে বেঁধে পরিচর্যা করছিল মহিষ পালক মকসেদ।এসময় অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক ইমন কর্তৃক মাটিটানা লাটাহাম্বা গাড়ীটি নিয়ন্ত্রন হাড়িয়ে ক্যানালের পাড়ে অবস্থিত মকসেদ ও মহিষ দুটোকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়।এতে মকসেদ শেখের দুইটি পা দুমড়ে মচড়ে ভেঙে যায়,বুকের এক পাশ সহ হাতের অংশ দুমড়ে যায় এবং গাড়ির গরম সাইলেন্সারে শরীরের অনেকাংশ পুড়ে মর্মান্তিক আহত হয়।
স্থানীয়দের সহায়তায় আহত মকসেদ কে উদ্ধার করে কুষ্টিয়া জেনালেল হাসপাতালে পাঠানো হয়।সেখানে মকসেদের শারিরীক অবস্থা আশঙ্খাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং আহত মহিষের অবস্থাও আশঙ্খাজনক বলে জানা যায়।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে যদুবয়রা পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচারজ মোঃ ইখলাছুর রহমান বলেন,একটি লাটাহাম্বা গাড়ি নিয়ন্ত্রন হাড়িয়ে ক্যানালে গড়ে গেলে এই সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়।এতে দুইটি মহিষ ও মহিষের মালিক মকসেদ শেখ মর্মান্তিক আহত হয়।আহত মকসেদ কে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয় এবং গাড়ী চালক পালিয়ে যাওয়াই লাটাহাম্বা গাড়ীটি আটক করা হয়।তিনি আরো বলেন লাটাহাম্বা গাড়ির মালিক যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের  আতর আলীর ছেলে কে,এম, মিঠু।

LEAVE A REPLY