দৌলতপুর প্রতিনিধি : ‘বন্ধ হলে দূর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই প্রতিপাদ্য নিয়ে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটির পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার তারাগুনিয়া, আল¬ারদর্গা, রিয়ায়েতপুর, দৌলতপুর, উপজেলা বাজার, ঘোড়ামারা বাজার, বড়গাংদিয়া বাজার, হোসেনাবাদ বাজার, মথুরাপুর বাজার ও ডাংমড়কা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে এ পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন, দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন। পথসভায় দূর্নীতিকে না বলি, দূর্নীতিমুক্ত সমাজ গড়ি, দূর্নীতি মুক্ত থেকে সকলকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ি তোলার আহ্বান জানানো হয়।















