দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের মহিষকুন্ডি বাজারে তামিম প্রাইভেট হসপিটালে ভুল অপারেশনে প্রসুতি মুনিয়ারা খাতুনের মৃত্যু ঘটনায় থানায় মামল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তামিম প্রাইভেট হসপিটালের মালিক তরিকুল ইসলামকে প্রধান আসামী করে এ মামলা দায়ের হয়্। উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পশ্চিমপাড়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী মুনিয়ারা খাতুন প্রসব ব্যাথা নিয়ে বুধবার দুপুরে মহিষকুন্ডি স্বাস্থ্যকেন্দ্রে গেলে সেখানকার কর্তব্যরত ভিজিটর মনোয়ারা খাতুন প্রসূতিকে মহিষকুন্ডি বাজারের তামিম প্রাইভেট হসপিটালে প্রেরন করে। বিকেলে তামিম প্রাইভেট হসপিটালের মালিক তরিকুল ইসলাম নিজেই সিজার অপারেশ করলে প্রসুতির প্রচন্ড রক্তক্ষরন হয়। ভুল অপারেশনে প্রসুতির অতিরিক্ত রক্তক্ষরন হয়ে অবস্থার অবনতি হলে তাকে তামিম প্রাইভেট হসপিটাল থেকে রাজশাহী নেওয়ার পথে আবুল হোসেনের তারাগুনিয়া ক্লিনিকে নিয়ে চিকিৎসা দিতে গেলে রাত পৌনে ৮টার দিকে মুনিয়ারা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতের চাচা রিয়াজ উদ্দিন বাদী হয়ে দৌলতপুর থানায় তামিম প্রাইভেট হসপিটালের মালিক তরিকুল ইসলামের নামে একটি মামলা দায়ের করেছে যার নং ৪৩। তবে পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেপ্তার করতে পরেনি। অপরদিকে নিহতের ময়না তদন্ত শেষে গতকাল সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়েছে।
দৌলতপুরে ভুল অপারেশনে প্রসুতির মৃত্যুর ঘটনায় থানায় মামলা
দৌলতপুরের মহিষকুন্ডি বাজারে তামিম প্রাইভেট হসপিটালে ভুল অপারেশনে প্রসুতির মৃত্যুর ঘটনায় থানায় মামলা