দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শিলাবৃষ্টিতে উঠতি ফসল ও ঘরের টিনের চালাসহ ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বোয়ালিয়া, গোয়ালগ্রাম, শেহালা, আদাবাড়িয়া, শ্যামপুর, খলিশাকুন্ডিসহ বিভিন্ন এলাকায় আকষ্মিক শিলাবৃষ্টিতে কৃষকের ফসল ও ঘরের টিনের চাল ছিদ্র হয়ে ক্ষতি হয়।
গোয়ালগ্রামের এমদাদ হোসেন জানান, শিলাবৃষ্টিতে উঠতি ফসল গম, তামাক ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষতির পাশাপাশি ছোট-বড় শিলা পড়ে ঘরের টিন ছিদ্র ও ভেঙ্গে টুকরো টুকরো হয়। একই অভিব্যক্তি ব্যক্ত করেছেন নুরুল ইসলাম নামে এক ব্যক্তি।
















