স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া শহরের ১৩৪ দাদাপুর সড়কের নিজ বাসভবনে আলহাজ্ব সৈয়দ রেজাউল করিম স্বপনের পিতা প্রবীণ সাংবাদিক সৈয়দ জহুরুল হক(৮৫) আজ সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ১ ছেলে ২ মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। গতকাল বাদ আছর পূর্ব মজমপুর জামে মসজিদে মরহুমের জানাযা শেষে কুষ্টিয়া পৌর গৌরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এই প্রবীণ সাংবাদিক মরহুম সৈয়দ জহুরুল হক কুষ্টিয়া সাপ্তাহিক সংযোগ পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়াও ১৯৬৮ সাল থেকে দৈনিক আজাদ ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পরে কুষ্টিয়া বিআরবি ক্যাবলস কোম্পানি লিঃ এর মার্কেটিং অফিসারের দায়িত্ব পালন করেন। বিআরবি ক্যাবলস কোম্পানি লিঃ থেকে সুনামের সাথে চাকুরী করে অবসর গ্রহণ করেন। আগামী ২রা এপ্রিল সোমবার বাদ আছর মরহুমের নিজ বাসভবন ১৩৪ দাদাপুর সড়কে বাসায় মরহুম সাংবাদিক সৈয়দ জহুরুল হকের আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন আলহাজ্ব সৈয়দ রেজাউল করিম স্বপন। প্রবীণ সাংবাদিক সৈয়দ জহুরুল হকের মৃত্যুতে দৈনিক সময়ের কাগজ পরিবারের শোক জ্ঞাপন। দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও প্রকাশক আবু বক্কর সিদ্দীক ও ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু, প্রবীণ সাংবাদিক সৈয়দ জহুরুল হকের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।