সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন আলিমুল হক সনজু

0
61

এসএম জামালঃ সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সেক্রেটারী আলিমুল হক সনজুকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের গুনীজন সম্মাননা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় সভাপতি যুগ্ম সচিব এস এম রইজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে এই সম্মাননা তুলে দেন।

অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান।

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কানিজ ফাতেমা মানির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট প্রফেসর ড. আনোয়ারুল করিম, কূষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশীদ চৌধুরী, ইউএনও জুলিয়া সুকায়না।

পরে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলিমুল হক সনজুসহ ৬জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

LEAVE A REPLY