কোহিনূর আক্তার এর লেখা ভুল

0
35

ভুল ,,
———-কোহিনূর আক্তার,

ভুল ভুল আর ভুল
কবে কোথায় করোনি ভুল ।
সে কথা ভেবেছো কখনো এক চুল ?

ভুলতো বসে আছে মনের মহা সিংহাসনে
প্রতিটা ক্ষণে ভুল এসে যায় নীরব আয়োজনে।
ভুলের নালা জলে ভেসে যায় কষ্টের মহা নিশি ,

ভুল ভুল আর ভুল
হয়েছে ভুল অনেক দূর,

ভুলে ভুলে জীবনটাই হয়েছে বেসুর ।
বেরঙের জীবনে কতো রঙ লাগাতে বেহুঁশ,
অগুছালো মনে হাঁটু জলে কাটছে আউশ।

ভুল আর ভুল, মাখালে জীবন কালে ,
ঐ মনে অংক কষেছো কী কতো ভুল কতো সালে ?

আজ মনের একাকি ক্ষণে,
ভুলের সুতোয় জাল বুনে হৃদয়ে অনন্ত ফিরে পাওয়া
সব ভুল শোধ হতো আবার সময় পিছনে যাওয়ায়।

তাই কি হয় ! এ জীবনের অন্তর নেই ,
ভুলে ভুলে মিশে আছে জীবন শ্রেষ্ঠ সময় ।

LEAVE A REPLY