কুষ্টিয়াতে উৎসব মুখর পরিবেশে পালিত হল গ্রামীনফোন লিঃ স্ট্রিট ফাইটারস ফ্যামিলি ফেস্টিভাল

0
207

এস.এম. সরোয়ার পারভেজ ॥ কুষ্টিয়া রেণউইক বিনোদন পার্কে মহা ধুমধাম ও উৎসব মুখর পরিবেশে পালিত হল সুরেকা এন্টারপ্রাইজ ও কিন্তু কমিউনিকেশন ড্রিস্টিবিউটর গ্রামীণফোন লিঃ স্ট্রিট ফাইটারস ফ্যামিলি ফেস্টিভাল-২০১৮। গত রবিবার দিন ব্যপি এই অনুষ্ঠানে ছিল নাচ,গান,মজার গেমস,বাহারি খাবারসহ ২০১৭ সালের কাজের স্বীকৃতি সরুপ সেরা বিক্রয় প্রতিনিধিদের মধ্যে পুরস্কার সমূহ, এছাড়াও সকল পরিবারের জন্য ছিল আকর্ষনীয় উপহার। নীল সাদা রঙে মেতে উঠেছিল কুষ্টিয়া রেণউইক বিনোদন পার্ক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া,চুয়াডাঙ্গা ও মেহেরপুর এরিয়ার সম্মানীত এরিয়া ম্যানেজার মোঃ মিনহাজুল আলম, কুষ্টিয়ার সিনিয়ার টেরিটরি ম্যানাজার মো: তারিকুল ইসলাম তারিক সহ গ্রামীনফোনের সকল কর্মকর্তা, এছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রামীনফোনের ড্রিস্টিবিউটর মেসার্স সুরেকা এন্টারপ্রাইজ ও কিন্তু কমিউনিকেশন এর স্বত্তাধিকারী অজয় সুরেকা ও মাহাবুবউল আলম রিংকু।সারাদিনের অনুষ্ঠানটিতে বৃত্তর কুষ্টিয়া গ্রামীনফোনের ড্রিস্টিবিউটর মেসার্স সুরেকা এন্টারপ্রাইজ ও কিন্তু কমিউনিকেশন এর সকল বিক্রয় প্রতিনিধি ও তার পরিবার দারুন ভাবে উপভোগ করেন।

LEAVE A REPLY