কুমারখালীতে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় খালিদ কে সংবর্ধণা প্রদান

0
36
কুমারখালী (কুষ্টিয়া)প্রতিনিধি :  মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০১৮ তে  প্রথম স্থান অর্জন করেছেন কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোঃ খালিদ।
বৃহস্পতিবার দুপুরে এই উপলক্ষে মোঃ খালিদ কে সংবর্ধণা প্রদান করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বজলুর রহমান,সহকারি প্রধান শিক্ষক আবু সুফিয়ান, সিনিয়র শিক্ষক মোঃ তৈয়ব আলী,সহকারি শিক্ষক রফিকুল ইসলাম নয়ন,ক্রীড়া শিক্ষক স্বপন দাস,সিনিয়র শিক্ষিকা সুলতানা রাজিয়া ও নিলুফা ইয়াসমিন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
খালিদ যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র।
জানা যায়,বুধবার কুমারখালী উপজেলাতে মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০১৮ অনুষ্ঠিত হয়।এতে উপজেলার স্কুল মাদ্রাসা সহ প্রায় ৮০ টা শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।উক্ত প্রতিযোগিতায় “বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ “বিষয়ে (খ) বিভাগে ১ম স্থান অর্জন করেন মোঃ খালিদ।

LEAVE A REPLY