এস এম জামাল,কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাসান হাবিব বলেছেন, যার সঞ্চয় নেই, তার কোন আগামী দিনের স্বপ্নও নেই। তাই আগামী প্রজন্মকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেকের উচিৎ সঞ্চয় করা। নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচাদী শেষে অবশিষ্ট অংশটুকু ব্যয় না করে ওদের জন্য সঞ্চয় করুন। শনিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় সঞ্চয় সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সঞ্চয় আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা উল্লেখ করে তিনি বলেন, আজকের সঞ্চয় মানুষের আগামী দুর্দিনের বিপদের বন্ধু ভবিষ্যতের পুঁজি ও সহায়। মানুষ সঞ্চয় করলে ভবিষ্যতে বিপদের হাত থেকে রক্ষা পায়। তিনি আরো বলেন, প্রতিটি মানুষই কষ্ট করে সংসার চালিয়ে থাকেন। আর আয়ের এক অংশ অল্প অল্প করে গচ্ছিত রেখে দিলে বিপদের সময় সেটি অনেক বড় মাপের উপকারে আসে। সঞ্চয় করলে নিজের সুখ সাচ্ছন্দের পাশাপাশি দেশের সমৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। তাই সবাইকে সঞ্চয় করার পরামর্শ দেন তিনি। এর আগে “চলো সবাই সঞ্চয় করি, ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়তা করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক ময়েন উদ্দীনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,আবু তালহা, উপপরিচালক, বিভাগীয় খুলনা ও সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক।
জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক ময়েন উদ্দীন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সম্পদ আহরণ গড়ে তুলি সঞ্চয়ের নব জাগরণ। সঞ্চয়পত্রে বিনিয়োগ করে নিরাপদ ও ঝুঁকিমুক্ত থাকার আহবান জানান তিনি।