দৌলতপুরে বিশ্ব সাস্থ্য দিবস পালিত

0
15

দৌলতপুর( কুষ্টিয়া) প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে শনিবার সকাল ১০ টায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় । এ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী স্বাস্থ্য কমপেক্সø ক্যম্পাস প্রদক্ষিন শেষে উপজেলা অডিটেরিয়ামে কর্মকর্তা ডাঃ অরবিন্দু পালের সভাপাতত্বে আলোচণা সভায় উপাস্থতে থেকে বক্তব্য রাখেনা ডাঃ সাজ্জাদ হোসেন , গোলাম চিন,নিগার সুলতানা স্বনারী পোদ্দার। “ সার্ব জনীন স্বাস্থ্য সুরক্ষা কবার জন্য স্বাস্থ্য ” পদিপাদ্য বিষয়ের উপর আলোক পাত করেন।

LEAVE A REPLY