কুষ্টিয়ায় বিসিকের উদ্যোগে ক্রেতা-বিক্রেতা সম্মেলন অনুষ্ঠিত

0
18

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিসিকের উদ্যোগে ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদশর্নী শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় শহরের টাউন হল মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহির রায়হান।

কুষ্টিয়া বিসিকের উপ মহাব্যবস্থাপক এ কে এম দৌলতুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন , ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদ আহমেদ,কুষ্টিয়া সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী মোস্তফা, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধাপক শেখ মোহাম্মদ আবু শামীম প্রমুখ।

খুলনা বিসিকের আঞ্চলিক কার্যালয়ের সহযোগীতায় কুষ্টিয়া বিসিক এর আয়োজন করে।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, বিসিক কুষ্টিয়ার সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ন খানম।

পণ্য প্রদর্শনীতে ২০ টি স্টল স্থান পেয়েছে।

LEAVE A REPLY