কোহিনূর আক্তারের কবিতা “বন্ধু রে”

0
64

        কবিতা: বন্ধু রে
রচনা: কোহিনূর আক্তার

বন্ধু, মুই তোর সন্ধ্যা কলি,
মোর সাথে কথা নাইবা কইলি
তোর মনে মোরে নাই বা নিলি।
মুই তোর হ্যাফ প্যান ছাড়া মুড়ি,
ভুলে গেছিস ? উড়িয়েছি মোরা ঘুড়ি ,
চুরি করেছিলাম বড়াই, বকেছিল বুড়ি।

নদীতে ভেসে গিয়েছিল ছেঁড়া প্যানটা
সব দুষ্ট বালিকারা দেখেছিল তোরে ল্যাংটা।
বন্ধু আমি তোর সন্ধ্যা কলি ,
আমার সাথে কথা নাইবা কইলি।
বন্ধু রে মোর মনটা ছিল বেজায় ভালো
যদিও শরীরের রংটা ছিল চিক চিক কালো।
বন্ধুরে ভুলিস না মোরে হৃদয়ে জ্বালা বন্ধুত্বের আলো।

 

LEAVE A REPLY