কবিতা: মন-পাখি,
রচনা: কোহিনূর আক্তার
মন- পাখিটা মানছে না কোন বারণ
কখন একাকি থাকতে চায় মানে না
কোন কারণ ।
মন- পাখিটা কারো মতো নয়,
নিজের ইচ্ছেয় শত ।
যা মন চায়, তাই করে বেড়ায়
বুঝতে চায়না কোন যুক্তি কারণ।
মনরে কেনো তুই আমি ছাড়া এমন
তুই যে আমা হতে বাঁধ হারা নদী যেমন।
জানিস মন ? তুই চলিস তোর মতো
আঘাত পাই আমি তোরই ভুল যতো ।
মন-পাখি চলনা যাই অনেক দূরে ,
যেখানে নেই নর্তকীর নিত্য
বাজবে না হৃদয় ছেঁড়া ভুলের বহু সুর ।
মন-পাখি, মন-পাখি তোকে না, একা একা
খুব করে ভাবি ।
কেনো তোর এতো চাওয়া, কেনো এতো লোভ,
কেনো পাওয়ার আকাঙ্ক্ষায় ছটফট তুই
একটু বার কি ভাবিস না মন ?
কোন সময় ছোট্ট মাটির ঘরে চলে যাবি ।
কখন যে সব ছেড়ে নিঃস্ব হবি ,
আমি মনকে ভাবি মনের মতো করে ,
মন-পাখি যাসনা তুই আমার দেহ ছেড়ে ।